গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুর চরণ অমূল্যধন বাঁধো ভক্তিরসে
গুরুর চরণ অমূল্যধন বাঁধো ভক্তিরসে ।
মানবজনম সফল হবে গুরুর উপদেশে ॥
হিংসা নিন্দা তমঃ ছাড়ো মরার আগেতে মরো ।
তবে যাবে ভবপার ঘুচবে মনের বেদিশে
॥
ষোলোকলা পূর্ণরতি হতে হবে ভাবপ্রকৃতি ।
গুরু দেবেন পূর্ণরতি হৃদকমলে বসে ॥
পারাপারের খবর জানো জেনে মহৎ গুরুকে মানো ।
লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে
॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২৫