গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুর চরণ অমূল্যধন বাঁধো ভক্তিরসে
গুরুর চরণ অমূল্যধন বাঁধো ভক্তিরসে ।
মানবজনম সফল হবে গুরুর উপদেশে ॥
হিংসা নিন্দা তমঃ ছাড়ো মরার আগেতে মরো ।
তবে যাবে ভবপার ঘুচবে মনের বেদিশে ॥
ষোলোকলা পূর্ণরতি হতে হবে ভাবপ্রকৃতি ।
গুরু দেবেন পূর্ণরতি হৃদকমলে বসে ॥
পারাপারের খবর জানো জেনে মহৎ গুরুকে মানো ।
লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে ॥

তথ্য