গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুর দয়া যারে হয় সে ই জানে
গুরুর দয়া যারে হয় সে ই জানে ।
যে রুপ সাঁই বিরাজ করে দেহভুবনে ॥
শহরে সহস্র পাড়া তিনগলি তার এক মহড়া ।
আলক সওয়ার পবনঘোড়া ফিরছে সেইখানে ॥
জলের বিম্ব আলের উপর অখণ্ড বলয়ের মাঝার ।
যার বিন্দুতে হয় সিন্ধু তাহার ধারা বয় ত্রিগুণে ॥
হাতের কাছে আলক শহর রঙ বেরঙের উঠছে লহর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর সদাই ঘোর মনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১৭