গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুর রুপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
গুরুর রুপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে ।
কীসের একটা ভজনসাধন লোক জানাতে করে ॥
বকের ধরণ করন তার তো নয় দিকছাড়া রুপ নিরিখ সদাই ।
পলকভরে ভবপারে যায় সেই নিরিখ ধরে ॥
জ্যান্তে গুরু না পেলে হেথা মলে পাবো সে কথার কথা ।
সাধকজনে বর্তমানে দেখে ভজে তারে ॥
গুরুভক্তির তুলনা দেবো কী যে ভক্তিতে সাঁই থাকে রাজী ।
লালন বলে গুরু রুপে নিরুপ মানুষ ফেরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২৩