গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুর ভজনে হয় তো সতী
গুরুর ভজনে হয় তো সতী ।
জ্যোতিরুপ নগরে যাবি ফুলবতী ॥
না হলে রে সতী ভজনে হবেনা মতি ।
এক কৃষ্ণ জগতের পতি আর সব প্রকৃতি
॥
প্রকৃতি হয়ে করো প্রকৃতি ভজন তবেই হবে গোপীনির শরণ ।
না হলে গোপীর ভাবাশ্রয়করণ হবেনা গুরুর ভজনে মতি
॥
গুরুতে করো নাগরী প্রীতি হইবে দশ ইন্দ্রিয় রিপুর মতি ।
ফকীর লালন বলে প্রেম পীরিতি তৃতীয় ভজনের এই রীতি
॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২৯