গীতিকার: লালন ফকির
শিরোনাম: হাবুডুবু করে মলো তবু কাদা গায়ে মাখলোনা
হাবুডুবু করে ম'লো তবু কাদা গায়ে মাখলো না ।
আমায় উপায় বলো না ॥
পানিকাউর দোয়েল পাখি রাতদিন তারে জলে দেখি ।
আমার চিন্তাজ্বর তো গেলো না ॥
এককুল ভেঙে দুইকূল হইলো সেই গাঙ্গে লগি
ঠাঁই না পাইলো ।
সেই জায়গায় নাও ডুবিলো মাস্তুল জাগলো না ॥
সে গাঙ দুইটা চলতি ছিলো কত সাধু নাও বাহিলো ।
মাঝখানে তার চর পড়িলো লালন বলে নদীর বেগ গেলো না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা