গীতিকার: লালন ফকির
শিরোনাম: হায় কি কলের ঘরখানি বেধে সদাই বিরাজ করে সাঁই আমার
হায় কি কলের ঘরখানি বেধে সদাই বিরাজ করে সাঁই আমার ।
দেখবি যদি সে কুদরতি দেল দরিয়ার খবর কর ॥
জলের জোড়াসকল সেই ঘরে তার খুটির গোড়া শূণ্যের উপরে ।
শূণ্যভরে সন্ধি করে চারযুগ আছে অধর ॥
তিল পরিমাণ জায়গা বলা যায় আছে শত শত কুঠরি কোঠা তায় ।
নীচে উপর নয়টি দুয়ার নয়দ্বারে দিচ্ছে বারাম এবার ॥
ঘরের মালিক আছে বর্তমান একজন তারে দেখলিনা রে দেখবি আর কখণ ।
সিরাজ সাঁই কয় লালন তোমায় বলবো কী সাঁইয়ের কীর্তি আর ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা