গীতিকার: লালন ফকির
শিরোনাম: হীরে লাল মতির দোকানে গেলেনা
হীরে লাল মতির দোকানে গেলেনা ।
সদাই কিনলি রে পিতল দানা ॥
চটকে ভুলে রে মন হারালি অমূল্য রতন ।
হারলো বাজি কাঁদলে তখন আর সারেনা ॥
পিছের কথা আগে ভেবে উচিত বটে তাই করিবে ।
এবার গতকাজের বিধি কিরে মনরসনা ॥
ব্যাপারে লাভ করলি ভালো সে গুণপনা জানা গেলো ।
লালন বলে মিছে হলো আওনা যাওনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭০৪