গীতিকার: লালন ফকির
শিরোনাম: হক নাম বলো রসনা
হক নাম বলো রসনা ।
যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা ॥
শিয়রে শমন বসে কখন যেন বাঁধবে কষে ।
ভুলে রইলি বিষয় বিষে দিশে হলোনা ॥
কয়বার যেন ঘুরেফিরে মানব জনম পেয়েছো রে ।
এবার যেন অলস করি সে নাম ভুলোনা ॥
ভবের ভাই বন্ধুয়াদি কেউ হবেনা সঙ্গের সাথী ।
লালন বলে গুরুরতি করো সাধনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা