গীতিকার: লালন ফকির
শিরোনাম: হলাম নারে রসিক ভেয়ে
হলাম নারে রসিক ভেয়ে ।
না জেনে রসের ভিয়ান মরতে হলো গরল খেয়ে ॥
গোসাঁইর লীলা চমৎকারা বিষেতে অমৃত পোরা ।
অসাধ্যকে সাধ্য করা ছুলে বিষ উঠে ধেয়ে ॥
দুগ্ধে যেমন থাকে ননী ভিয়ানে বিভিন্ন জানি ।
সুধা অমৃত বয় তেমনই গরলে আছে ঢাকিয়ে ॥
দুগ্ধে জল যদি মিশায় রাজহংস হলে সে বেঁছে খায় ।
লালন বলে আমি সদাই আমোদ করি জল নিয়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা