গীতিকার: লালন ফকির
শিরোনাম: হরি বলে হরি কাঁদে কেনে ধারা বহে দু নয়নে
হরি বলে হরি কাঁদে কেনে ধারা বহে দু নয়নে ।
হরি বলে হরি গোরা নয়নে বয় জলধারা
কী ছলে এসেছে গোরা এই নদীয়া ভুবনে ॥
আমরা যত পুরুষ নারী দেখিতে এলাম হরি ।
হরিকে হরিলো হরি সেই হরি কোনখানে ॥
গৌর হরি দেখে এবার কত পুরুষনারী ছেড়ে যায় ঘর ।
সেই হরি কী করে আবার লালন তাই ভাবে মনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯৯