গীতিকার: লালন ফকির
শিরোনাম: হরি কোনটা তোমার আসল নাম শুধাই তোমারে
হরি কোনটা তোমার আসল নাম শুধাই তোমারে ।
কোন নাম ধরে ডাকলে পরে পাওয়া যাবে তোমারে ॥
তুমি চৈতন্য রুপে কি থাকো চুপে চেপে
কি বা তুমি বিরুপে রও অন্ধকূপে
আমি জানতে পারলে সেবাদাসী হবো হরি এবারে ॥
তুমি ব্রজদ্বারের রাম আর বৃন্দাবনের শ্যাম
শতমুখে শুনি তুমি সে ভগবান
নামটি তোমার অধর ধরা কোন নামটি ভক্তের দ্বারে ॥
তুমি কোন ভাবেতে রও
কিসে ধেনু চরাও
কখন কোনভাবে থাকো কোনরুপে আশ্রয়
কোনটি তোমার নামের গুণ হে প্রকাশিত ঘরে ঘরে ॥
তোমার অনন্ত নাম হয় তুমি কোন জায়গার গোসাঁই
নিরাকারে কী হও তুমি কোন জায়গার কানাই
ফকীর লালন বলে কাতর দেলে কোন নাম রয় আমার তরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা