গীতিকার: লালন ফকির
শিরোনাম: হতে চাও হুজুরের দাসী
হতে চাও হুজুরের দাসী ।
মনে গলদ পুরা রাশি রাশি ॥
জানোনা সেবা সাধনা জানোনা প্রেম উপাসনা ।
সদাই দেখি ইতরপনা প্রিয় রাজি হবে কিসি ॥
কেশ বেঁধে বেশ করলে কি হয় রসবোধ না যদি রয় ।
রসবতী কে তারে কয় কেবল মুখে কাষ্ঠহাসি ॥
কৃষ্ণপদে গোপীভজন করেছিলো রসিক সুজন ।
সিরাজ সাঁই কয় পারবি লালন ছেড়ে ভবের সুখ বিলাসই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯৮