গীতিকার: লালন ফকির
শিরোনাম: হুজুরের নামাজের এমনই ধারা
হুজুরের নামাজের এমনই ধারা ।
ইবলিশের সেজদার ঠাই ছেড়ে চাই সেজদা করা ॥
সে তো করেছে সেজদা স্বর্গ মর্ত্য পাতাল জোড়া ।
কোনখানে বাদ রাখলো এবার দেখনা তোরা ॥
জায়গার মাহাত্ম্য বুঝে সেজদা দিতে পারে যারা
আগমে কয় তাদের হবে নামাজ সারা ॥
কীসে হবে আসল নামাজ করো সেইকাজ ভাই সকলরা
লালন বলে আখের যেতে যেন না যায় মারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা