গীতিকার: লালন ফকির
শিরোনাম: ইসলাম কায়েম হয় যদি শরায়
ইসলাম কায়েম হয় যদি শরায় ।
কি জন্য নবীজি রহে পনেরো বছর হেরা গুহায় ।।
পঞ্চবেনায় শরা জারি মৌলবীদের তম্বি ভারি ।
নবীজি কী সাধন করি নবুয়তি পায় ।।
না করিলে নামাজ রোযা হাসরে হয় যদি সাজা ।
চল্লিশ বছর নামাজ কাজা করেছেন রসুল দয়াময় ।।
কায়েম উদ দ্বীন হবে কীসে অহর্নিশি ভাবছি বসে ।
দায়েমি নামাজের দিশে ফকীর লালন জানায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা