গীতিকার: লালন ফকির
শিরোনাম: যা যা ফানার ফিকির জানগে যা রে
যা যা ফানার ফিকির জানগে যা রে ।
যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদেরে ॥
না জানিলে ফানার ফিকিরি তার আর কীসের ফকীরি ।
নিজে হও ফানা ভাবো রব্বানা দেখে শমন যাবে ফিরে ॥
নিজের রুপ মুর্শিদের রুপ মাঝার আগে ফানার বিধি জানো মন আমার ।
পিছে মুর্শিদরুপ মনরে সে রুপ মিশাও সাঁইর অটল নূরে ॥
ফানার ফিকির মুর্শিদের ঠাই তাইতো মুর্শিদ ভজন আইন ভেজিলেন সাঁই ।
সিরাজ সাঁইয়ের কৃপায় অধীন লালন কয় যাজন কষ্ট সাঁইয়ের দ্বারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা