গীতিকার: লালন ফকির
শিরোনাম: যাবো রে ও স্বরুপ কোন পথে
যাবো রে ও স্বরুপ কোন পথে ।
স্বরুপ আয়রে আয় এসে আমায় ব্রজের পথ বলে দে ॥
যার জন্য ঝুরে নয়ন তারে কোথা পাবো এখন ।
যাবো আমি শ্রী বৃন্দাবনে না পারি আর পথ চিনতে ॥
দেখবো সেই নন্দের কুমার মনে সাধ হয়রে আমার ।
মিনতি করি তোমার পথের উদ্দেশ জানতে ॥
একবার ঐ গোকুলের চাঁদ দেখে জুড়াই নয়নের সাধ ।
লালন বলে হে গৌরাঙ্গ রুপচাঁদ কেঁদে আকুল হই চিতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা