গীতিকার: লালন ফকির
শিরোনাম: জাল ফেলে মাছ ধরবে যখন
জাল ফেলে মাছ ধরবে যখন ।
কাতলা পোনা চুনোচানা কেউ বাকী থাকবেনা তখন ॥
হাড়ুম হুড়ুম দাড়ুম দুড়ুম লাফালাফি করছো এখন ।
আসছে শমন জেলে খেপলা ফেলে করবে তুই খালুই পুরণ ॥
অগাধ জলে হেসে ভেসে উল্লাসে কাল করছো যাপন ।
রাজার হুকুম হলে আর কী চলে শুনবে না সে কারো বারণ ॥
সংসার জলে নানাবিধ হইয়াছে মীনের গঠন ।
ও তাই ভাবছি আমি জগতস্বামী একটা কেউ নহে বিস্মরণ ॥
অধীন লালনের এই নিবেদন ধরি সিরাজ সাঁইয়ের চরণ ।
শমনভয় এড়াবে শান্তি পাবে পাপের পথে না করবে গমন ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা