গীতিকার: লালন ফকির
শিরোনাম: জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়
জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায় ।
গগনে চাঁদ উদয় হলে দেখা যায় আছে যথায় ॥
অমাবস্যার মর্ম না জেনে বেড়াই তিথি নক্ষত্র গুণে ।
প্রতিমাসে নবীন চাঁদ সে মরি একী ধরে কায় ॥
অমাবস্যায় পূর্ণমাসী কী মর্ম হয় কারে জিজ্ঞাসি ।
যে জানো সে বলো মোরে মন মুড়াই আজ সেথায় ॥
স্বাতী নক্ষত্র হয় গগনে স্বাতী নক্ষত্র যোগ হয় কখনে ।
না জেনে অধীন লালন সাধক নাম ধরে বৃথাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৬৪