গীতিকার: লালন ফকির
শিরোনাম: জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার
জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার ।
নবীজি আর নিরুপ খোদা নূর কীরুপে হয় নূর প্রচার ॥
নবীর যেমন আকার ছিলো তাই তাহার নূর চোয়ালো ।
নিরাকারে কি প্রকারে নূর চোয়ালো ঐ খোদার ॥
আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা কাফের বলে গাল দেয় তারে ।
তবে নিরাকারে নূর চোয়ালো প্রমাণ কী গো তার ॥
জাত এলাহী ছিলো জাতে কীরুপে এলো সেফাতে ।
লালন বলে নূর চিনিলে যেতো মনের অন্ধকার ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৬৩