গীতিকার: লালন ফকির
শিরোনাম: জানগা যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা
জানগা যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা ।
কোন মানুষের কেমন কৃতি যাবে রে জানা ॥
পুরুষ পরশমণি কালাকাল তার কীসে জানি ।
জল দিয়ে সব চাতকিনী করে সান্তনা ॥
যার আশায় জগত বেহাল তার কি আছে সকাল বৈকাল ।
তিলক মন্ত্রে না দিলে জল ব্রহ্মাণ্ড রয় না ॥
বেদবিধির অগোর সদাই কৃষ্ণপদ্ম নিত্য উদয় ।
লালন বলে মনের দ্বিধায় কেউ দেখেও দেখেনা ॥
- পর্যায়: গৌড়লীলা / প্রবর্তদেশ
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৫৯