গীতিকার: লালন ফকির
শিরোনাম: জানগা নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
জানগা নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা ।
নূর সাধিলে নিরঞ্জনকে যাবেরে ধরা ॥
আল্লার নূরে নবীর জন্ম হয় সে নূর গঠলেন অটলময় আরশ কাঙ্গুরা ।
নূরের হিল্লোলে পয়দা নূর জহুরা ॥
আছে নূরের শ্রেষ্ঠ নূর সে জানে সুচতুর জীব যারা ।
নূরেতে মোকাম মঞ্জিল উজালা করা ॥
নিভিবে যেদিন নূরের বাতি ঘিরবে এসে কালদ্যূতি চৌমহলা ।
লালন বলে থাকবে পড়ে খাকের পিঞ্জিরা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৫৫