গীতিকার: লালন ফকির
শিরোনাম: জানতে হয় আদম সফির আদ্য কথা
জানতে হয় আদম সফির আদ্য কথা ।
না দেখে আজাজিল সে রুপ কী রুপ আদম গঠলেন সেথা ॥
এনে জেদ্দার মাটি গঠলেন বোরখা পরিপাটি ।
মিথ্যা নয় সে কথা খাটি কোন চিজে তার গড়ে আত্মা ॥
সেই যে আদমের ধড়ে অনন্ত কুঠুরি করে ।
মাঝখানে হাতনে কল জুড়ে কীর্তিকর্মা বসালেন সেথা ॥
আদমি হলে আদম চেনে ঠিক নামায় সে দেল কোরাণে ।
লালন কয় সিরাজ সাঁই গোনে আদম অধর ধরার সূতা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৬১