গীতিকার: লালন ফকির
শিরোনাম: জ্যান্তে মরা সেই প্রেমসাধন কি পারবি তোরা
জ্যান্তে মরা সেই প্রেমসাধন কি পারবি তোরা ।
যে প্রেমে কিশোর কিশোরী হয়েছে হারা ॥
শোষায় শোষেনা ছাড়ে বান ঘোর তুফানে বায় তরী উজান ।
তার কামনদীতে চর পড়েছে প্রেমনদীতে জল পোরা ॥
হাটতে মানা আছে চরণ মুখ আছে তার কইতে বারণ ।
ফকীর লালন বলে এ যে কঠিন মরণ তা কি পারবি তোরা ॥

তথ্য