গীতিকার: লালন ফকির
শিরোনাম: জ্যান্তে মরা সেই প্রেমসাধন কি পারবি তোরা
জ্যান্তে মরা সেই প্রেমসাধন কি পারবি তোরা ।
যে প্রেমে কিশোর কিশোরী হয়েছে হারা ॥
শোষায় শোষেনা ছাড়ে বান ঘোর তুফানে বায় তরী উজান ।
তার কামনদীতে চর পড়েছে প্রেমনদীতে জল পোরা ॥
হাটতে মানা আছে চরণ মুখ আছে তার কইতে বারণ ।
ফকীর লালন বলে এ যে কঠিন মরণ তা কি পারবি তোরা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৬৮