গীতিকার: লালন ফকির
শিরোনাম: যাও হে শ্যাম রাইকুঞ্জ আর এসোনা
যাও হে শ্যাম রাইকুঞ্জ আর এসোনা ।
এলে ভালো হবেনা ॥
গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায় ।
উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবেনা ॥
করতে চাও শ্যাম নাগরালী যাও যথা সেই চন্দ্রাবলী ।
এ পথে পড়েছে কালী এ কালী আর যাবেনা ।
কেলেসোনা জানা গেলো উপরে কালো ভিতরে কালো ।
লালন বলে উভয় ভালো করি উভয় বন্দনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৯৫