গীতিকার: লালন ফকির
শিরোনাম: যার আছে নিরিখ নিরুপণ দর্শন সেই পেয়েছে
যার আছে নিরিখ নিরুপণ দর্শন সেই পেয়েছে ।
তার অন্যদিকে মন ভোলেনা একনাম ধরে আছে ॥
এই ভাণ্ডের জল ঢেলে ফেলে শ্যাম বলে উঠাইলে
আধা যায় খাকে মিশে আর কি মিলে
সেখানে নাই টলাটল সে অটল হয়ে বসেছে ॥
ক্ষণে আগুন ক্ষণে পানি কী বলো সে নামের ধ্বনি
সিরাজ সাঁইয়ের গুণেই লালন কয় বাণী
সে যে বাতাসের সঙ্গে বাতাস ধরে বসে আছে ॥

তথ্য