গীতিকার: লালন ফকির
শিরোনাম: যার আছে নিরিখ নিরুপণ দর্শন সেই পেয়েছে
যার আছে নিরিখ নিরুপণ দর্শন সেই পেয়েছে ।
তার অন্যদিকে মন ভোলেনা একনাম ধরে আছে ॥
এই ভাণ্ডের জল ঢেলে ফেলে শ্যাম বলে উঠাইলে
আধা যায় খাকে মিশে আর কি মিলে
সেখানে নাই টলাটল সে অটল হয়ে বসেছে ॥
ক্ষণে আগুন ক্ষণে পানি কী বলো সে নামের ধ্বনি
সিরাজ সাঁইয়ের গুণেই লালন কয় বাণী
সে যে বাতাসের সঙ্গে বাতাস ধরে বসে আছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা