গীতিকার: লালন ফকির
শিরোনাম: যার নয়নে নয়ন চিনেছে তার প্রভেদ কিবা রয়েছে
যার নয়নে নয়ন চিনেছে তার প্রভেদ কিবা রয়েছে ।
বললে পাপী হবে বা কি এবার বুঝি ভুল হয়েছে ॥
শব্দ শুনি তুমি আমি আসল কাজে কে আসামী ।
জগত কর্তা হলে তুমি বলো দেখি কার কাছে ॥
মূল আসামী তুমি হলে আমায় ফেলো গোলমালে ।
এখন তুম ভক্ত বলে দেখো আপনার কাছে ॥
তোমার লীলা তোমার বোল তোমার ধিয়ান তোমার মহল ।
লালন বলে ওহে দয়াল এখন বুঝি প্যাচ পড়েছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা