গীতিকার: লালন ফকির
শিরোনাম: যার সদাই সহজ রুপ জাগে
যার সদাই সহজ রুপ জাগে ।
বলুক বা না বলুক মুখে ॥
যার কর্তৃক সয়াল সংসার নামের অন্ত নাই কিছু আর ।
বলুক যে নাম ইচ্ছে হয় তার বলে যদি রুপ দেখে ॥
যে নয় গুরুরুপের আশ্রি কুজনে যেয়ে ভুলায় তারি ।
ধন্য যারা রুপ নিহারি রুপ দেখে রয় ঠিক বাগে ॥
না মিশেই রুপ নিহারা সর্বজয় সাধক তারা ।
সিরাজ সাঁই কয় লালন গোড়া তুই আলি গেলি কীসের লেগে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা