গীতিকার: লালন ফকির
শিরোনাম: যার ভাবে আজ মুড়েছি মাথা
যার ভাবে আজ মুড়েছি মাথা ।
সে জানে আর আমি জানি আর কে জানে মনের কথা ॥
মনের মানুষ রাখবো মনে বলবোনা তা কারো সনে ।
ঋণ শুধিবো কতদিনে মনে আমার এহি চিন্তা ॥
সুখের কথা বোঝে সুখি দুঃখের কথা বোঝে দুঃখী ।
পাগল বোঝে পাগলের বোল অন্যে কি বোঝে তা ॥
যারে ছিদাম তোরা দুই ভাই আমার বদহাল শুনে কাজ নাই ।
বিনয় করে বলছে কানাই লালন পদে রচে তা ॥

তথ্য