গীতিকার: লালন ফকির
শিরোনাম: যারে ধ্যানে পায়না মহামুনি
যারে ধ্যানে পায়না মহামুনি ।
আছে অচিন মানুষ মীণরুপে ধরিয়ে পানি ॥
করোরে সমুদ্র নির্ণয় কোন যোগে তার কোন ধারা বয় ।
যোগ চিনে ডুবলে সেথায় মীণ ধরা যায় তখনই ॥
আজব রঙের মীন বটে সে সাত সমুদ্দুর জুড়ে আছে ।
সবই হাতের কাছে রয় চিনতে পারে কোন ধনী ॥
যোগ বুঝে মীন পড়ে ধরা জানে যোগী রসিক যারা ।
সিরাজ সাঁই কয় লালন গোড়া সেই ঘাটে খায় চুবানি ॥

তথ্য