গীতিকার: লালন ফকির
শিরোনাম: যারে প্রেমে বাধ্য করেছি
যারে প্রেমে বাধ্য করেছি ।
তারে কি আর আগলে রেখেছি ॥
যাবার সময় বলে যাবে থাকতে বললে থাকতে হবে ।
নতুবা সে ফাঁকি দেবে আমি দম দিয়ে দম মেনেছি ॥
দমের সঙ্গে হাওয়ার প্রণয় দম ধরিলে সে ধরা দেয় ।
আমি ঘরের দ্বার বন্ধ করে খেদ মিটায়ে বসেছি ॥
হেসে হেসে কমল তুলেছি মনপ্রাণ যারে সপেছি ।
লালন বলে কথায় কি মানুষ মেলে করণকারণেই সেরেছি ॥ ।
তারে কি আর আগলে রেখেছি ॥
যাবার সময় বলে যাবে থাকতে বললে থাকতে হবে ।
নতুবা সে ফাঁকি দেবে আমি দম দিয়ে দম মেনেছি ॥
দমের সঙ্গে হাওয়ার প্রণয় দম ধরিলে সে ধরা দেয় ।
আমি ঘরের দ্বার বন্ধ করে খেদ মিটায়ে বসেছি ॥
হেসে হেসে কমল তুলেছি মনপ্রাণ যারে সপেছি ।
লালন বলে কথায় কি মানুষ মেলে করণকারণেই সেরেছি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা