গীতিকার: লালন ফকির
শিরোনাম: যারে ভাবলে পাপীর পাপ হরে
যারে ভাবলে পাপীর পাপ হরে ।
দিবানিশি ডাকো তারে ॥
গুরুর নাম সুধাসিন্ধু পান করো তাহার বিন্দু ।
সখা হবে দীনবন্ধু ক্ষুধা তৃষ্ণা রবেনা রে ॥
যে নাম প্রহ্লাদ হৃদয়ে ধরে অগ্নিকুণ্ডে প্রবেশ করে ।
কৃষ্ণ নৃসিংহ রুপ ধারণ করে হিরণ্যক শিপু মারে ॥
ভাবলিনা শেষের ভাবনা মহাজনের ধন ষোলো আনা ।
লালন বলে মন রসনা একদিনও তা ভাবলিনা রে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬০০