গীতিকার: লালন ফকির
শিরোনাম: যাতে যায় শমনযন্ত্রণা ভ্রমে ভুলোনা
যাতে যায় শমনযন্ত্রণা ভ্রমে ভুলোনা ।
গুরুর শীতল চরণ ছেড়োনা ॥
বৈদিকের ভোলে ভুলি গুরু ছেড়ে গোবিন্দ বলি ।
মনের ভ্রম এ সকলই শেষে যাবে জানা ॥
চৈতন্য আজব সুরে নিকট থেকে দেখায় দূরে ।
গুরুরুপ আশ্রিত করে করো ঐরুপ ঠিকানা ॥
জগত জীবের দ্বারাই নিজরুপে সম্ভব তো নয় ।
লালন বলে তাইতে গোসাঁই দেখায় গুরুরুপের রুপ নিশানা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৯৬