গীতিকার: লালন ফকির
শিরোনাম: জাতের গৌরব কোথায় রবে
জাতের গৌরব কোথায় রবে ।
যেদিন এসব ফেলে যেতে হবে ॥
ব্রাহ্মণ কায়স্থ কামার কলু ভিন্ন ভিন্ন ভাবছো সবে ।
এসব ঘুচবে যেদিন তোমায় সেদিন রাজাধিরাজ তলব দেবে ॥
গঠেছে এক কারিগরে স্ত্রী পুরুষ ভঙ্গিভাবে ।
তাদের চাহনি চলনে সবাই চিনে ঢাকলেও না ঢাকা রবে ॥
যত সব বিষয় আশয় সাথে কিছু নাহি যাবে ।
মুদলে নয়ন করবে শয়ন মাটির দেহ মাটিতে খাবে ॥
জাতকূল সবই বিফল জাত লয়ে কেউ কি পার পাবে ।
সিরাজ সাঁই বলে রে লালন ভাবো আখেরে কি বা হবে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা