গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে আমার পাঠালে এহি ভাবনগরে
যে আমার পাঠালে এহি ভাবনগরে ।
মনের আঁধারহরা চাঁদ সেই যে দয়াল চাঁদ আর কতদিনে দেখবো তারে ॥
কে দেবে রে উপাসনা করিয়ে আজ কি সাধনা ।
কাশীতে যাই কি মক্কায় থাকি আমি কোথায় গেলে পাবো সেই চাঁদরে ॥
মনোফুলে পুজিবো কি নামব্রহ্ম রসনায় জপি
কীসে দয়া তার হবে পাপীর উপর অধীন লালন বলে তাইতে পলাম ফ্যারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা