গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম ।
সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম ॥
যদি দেখা পাইতাম হারে সকল কথা কইতাম তারে ওরে কইতাম ।
বড় আশা ও ভাই সখা আমি তাইতে আসিলাম ॥
শোনরে ভাই ছিদাম নফর দুঃখ শুনে কাজ নাই তোর নাই আমার স্থান ।
নূতন সাধন করবো এখন তাইতো ডোর কৌপিন পরিলাম ॥
দেবের দেব বাঞ্ছা সে ধন কোথায় গেলে পাবো এখন বলো ভাই সুদাম ।
লালন সেই আশায় আছে আজ যদি তারে পেতাম ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬১১