গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে ।
তোরা আয় না মনে হয়ে খাটি ধাক্কায় যেন যাসনে চটে ফেটে ॥
প্রেমসাগরের তুফান ভারি ধাক্কা লাগে ব্রহ্মপুরী ।
কর্মগুণে ধর্মতরী কারো কারো তাতে বেঁচে ওঠে ॥
মনে চতুরালি থাকলে বলো প্রেমযাজনে বাধবে কলো ।
হারিয়ে শেষে দুটি কুল কান্নাকাটি লাগবে পথেঘাটে ॥
আগে দুঃখ পাছে সুখ হয় সয়ে বয়ে কেউ যদি রয় ।
লালন বলে প্রেমপরশ পায় সামান্য মনে তাই কি ঘটে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬১৫