গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে যাই ভাবে সেইরুপ সে হয়
যে যাই ভাবে সেইরুপ সে হয় ।
রাম রহিম করিম কালা একই আল্লা জগতময় ॥
কুল্লে শাইয়িন মোহিত খোদা আল কোরাণে কয় সে কথা ।
বিচার নাইরে যার এ কথা পড়ে গোল বাধায় ॥
আকার সাকার নাই নিরাকারে ।
নির্জন ঘরে রুপ নিহারে এক বিনে কি দেখা যায় ॥
এক নিহারে দাও মন এবার ছেড়ে পূজা দুন আল্লার ।
লালন বলে একরুপ খেলে ঘটেপটে সব জায়গায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা