গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে জানে ফানার ফিকির সেই তো ফকীর
যে জানে ফানার ফিকির সেই তো ফকীর ।
ফকীর হয় কি করলে নাম জিকির ॥
আছে এমতো ফানার ধরণ জানতে হয় তার বিবরণ ।
ফানা ফিল্লাহ ফানা ফির রসুল আখের ॥
আখেরে অকারণ হবি কানা প্রাপ্ত ফানা তাও হলোনা ।
মুড়িয়ে মাথা জেনে শুনে ফকীরি পথ করো জাহির ॥
ফানা হয় মুর্শিদের পদে যে মাওলারে পায় অনায়াসে ।
সিরাজ সাঁই কয় লালন তোমার ফকীরি নয় ফাঁক ফিকির ॥

তথ্য