গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে জানে ফানার ফিকির সেই তো ফকীর
যে জানে ফানার ফিকির সেই তো ফকীর ।
ফকীর হয় কি করলে নাম জিকির ॥
আছে এমতো ফানার ধরণ জানতে হয় তার বিবরণ ।
ফানা ফিল্লাহ ফানা ফির রসুল আখের ॥
আখেরে অকারণ হবি কানা প্রাপ্ত ফানা তাও হলোনা ।
মুড়িয়ে মাথা জেনে শুনে ফকীরি পথ করো জাহির ॥
ফানা হয় মুর্শিদের পদে যে মাওলারে পায় অনায়াসে ।
সিরাজ সাঁই কয় লালন তোমার ফকীরি নয় ফাঁক ফিকির ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা