গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন শিষ্য হয়
যে রুপে সাঁই আছে মানুষে ।
দ্বীনের অধীন না হলে খুজে কি পাবে তার দিশে ॥
বেদী ভাই বেদ পড়ে সদাই আসলে গোলমাল বাঁধায় ।
রসিক ভেয়ে ডুবে সদয় রতন পায় সে রসে ॥
তালারও উপরে তালা তাহার ভিতরে কালা ।
ঝলক দেয় সে দিনের বেলা শুধু রসেতে ভেসে ॥
লা মোকামে আছে নূরি সে কথা অকৈতব ভারি ।
লালন কয় দ্বারের দ্বারী আদ্যমাতা সে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬১৬