গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে পরশে পরশে পরশ সে পরশ কেউ চিনলেনা
যে পরশে পরশে পরশ সে পরশ কেউ চিনলেনা ।
সামান্য পরশের গুণ লোহার কাছে গেলো জানা ॥
পরশমণি স্বরুপ গোসাঁই যে পরশের তুলনা নাই ।
পরশিবে যেমন তাই ঘুচিবে জঠর যন্ত্রণা ॥
কুমড়ো পোকায় পতঙ্গ যেমন ধরায় যে আপন বরণ ।
সপরশে জানিয়ে মন তেমনই মতন পরশে সোনা ॥
ব্রজের ঐ জলদ কালো যে পরশে গৌর হলো ।
লালন বলে মনরে চলো জানিতে তার উপাসনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬১২