গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে পথে সাঁই আসে যায়
যে পথে সাঁই আসে যায় ।
সামান্যে কী তার মর্ম পায় ॥
নীচে উপর থরে থরে সাড়ে নয় দরজা ঘরে ।
নয় দরজা তার জানতে হয় সবার আদি দরজা চেনে যারা সজ্ঞানী হয় ॥
এমনিরে সে নিগমপথ হাওয়া তাতে নাই যাতায়াত ।
যদি ফাঁদ পেতে বসতে সে পথে সাধনসিদ্ধি হতো নিশ্চয় ॥
এমনিরে তার আজব কীর্তি সুইয়ে ছিদ্রে চালায় হাতি ।
সিরাজ সাঁই বলে নিগূঢ়ভেদ খুলে কোলের ঘোরে লালন ঘুরে বেড়ায় ॥

তথ্য