গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে পথে সাঁই চলে ফেরে
যে পথে সাঁই চলে ফেরে ।
তার খবর কে করে ॥
সে পথে আছে সদাই বিষম কালনাগিনীর ভয়
কেউ যদি আজগুবি যায় অমনি উঠে ছো মারে
পলকভরে বিষ ধেয়ে তার উঠে ব্রহ্মরন্ধ্রেরে ॥
যে জানে উল্টোমন্ত্র খাটিয়ে সেহি তন্ত্র
গুরুরুপ করে নজর বিষ ধরে সাধন করে
দেখে তার করণরীতি সাঁই দরদী দরশন দেবে তারে ॥
সেই যে অধর ধরা যদি কেউ চাহে তারা
চৈতন্য গুণীন যারা গুণ শেখে তাদের দ্বারে
সামান্যে কি পারবি যেতে সেই কুকাপের ভিতরে ॥
ভয় পেয়ে জন্মবিধি সেপথে না যাও যদি
হবেনা সাধন সিদ্ধি তাই শুনে নয়ন ঝরে
লালন বলে যা করেন সাঁই থাকতে হয় সেইপথ ধরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা