গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে ভাব গোপীর ভাবনা
যে ভাব গোপীর ভাবনা ।
সামান্য জ্ঞানের কাজ নয় সে ভাব জানা ॥
বৈরাগ্যভাব বেদের বিধি গোপীভাব অকৈতব নিধি ।
ডুবলো তাহে নিরবধি রসিকজনা ॥
যোগীন্দ্র মণীন্দ্র যারে পায়না যোগ ধ্যান করে ।
সেহি কৃষ্ণ গোপীর দ্বারে হয়েছে কেনা ॥
যেজন গোপী অনুগত জেনেছে সেই নিগূঢ়তত্ব ।
লালন বলে যাতে কৃষ্ণ সদাই মগনা ॥

তথ্য