গীতিকার: লালন ফকির
শিরোনাম: যে ভাবের ভাব মোর মনে
যে ভাবের ভাব মোর মনে ।
সেই ভাবের ভাব আছে বলবোনা তা কারো সনে ॥
জন্মের ভাগী অনেকজনা কর্মের ভাগী কেউ তো হয়না ।
কাঁদি সেই দিনের কান্না বাঁধা ওই রাধার ঋণে ॥
ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া রেখে এলাম ঘুমাইয়া ।
নিতাই এসে জল ঢালিয়া শান্ত করবে আকুল প্রাণে ॥
মায়ের বুকে প্রবোধ দিয়া নিমাই যায় সন্ন্যাসী হইয়া ।
লালন বলে ধন্য হিয়া ঘটলো কি সামান্য জ্ঞানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২০০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬১৩