গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেদিন ডিম্বুভরে ভেসেছিলেন সাঁই দরিয়ায়
যেদিন ডিম্বুভরে ভেসেছিলেন সাঁই দরিয়ায় ।
কেবা তাহার সঙ্গে ছিলো সেইকথা কারে শুধাই ॥
পয়ার রুপ ধরিয়ে সে যে দেখা দিলো ঢেউতে ভেসে ।
কী নাম তার পাইনে দিশে আগমে ইশারায় বলে কহে তাই ॥
সৃষ্টি না করিলো যখন কি ছিলো তার আগে তখন ।
শুনিতে সেই অসম্ভব বচন একের কুদরত দুইজন তারাই ॥
তারে না চিনিতে পারি অধরের কেমনে ধরি ।
লালন বলে সেহি নূরী খোদার ছোটো নবীর বড়ো কেহ কেহ কয় ॥

তথ্য