গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেতে সাধ হয়রে কাশী কর্মফাঁসি বাঁধলো গলায়
যেতে সাধ হয়রে কাশী কর্মফাঁসি বাঁধলো গলায় ।
আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায় ॥
হলোরে একী দশা মনের ঘোলায় সর্বনাশা ।
ডুবলো ডিঙ্গি নিশ্চয় বুঝি জন্মনালায় ॥
বিধাতা দেয় বাজি কিবা মন পাজি ফ্যারে ফেলায় ।
বাও না বুঝে বাই তরণী ক্রমে তলায় ॥
কলুর বলদ যেমন ঢেকে নয়ন পকে চালায় ।
অধীন লালন পলো তেমনই পাকে হেলায় ফেলায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২১