গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন বৃক্ষমূলে বসে আছে
যেজন বৃক্ষমূলে বসে আছে ।
তার ফলের কী অভাব আছে ॥
কল্পবৃক্ষে যেজন বসে রয় বাঞ্ছা করলে সে ফল হাতে পায় ।
ভুবন জোড়া গাছের গোড়া মূর শিকড় তলাতে আছে ॥
গাছের গোড়ে বসে যে রয় চৌদ্দ ভুবন সে দেখতে পায় ।
একুল ওকুল দুকুল যায় জনম হবেনা পশুর মাঝে ॥
ডাল নাই তার পাতা আছে তিন ডালে জগত জুড়েছে ।
লালন বলে ভাবিস মিছে ফুলছাড়া ফল রয়েছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬০৫