গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন দেখেছে অটল রুপের বিহার
যেজন দেখেছে অটল রুপের বিহার ।
মুখে বলুক কিংবা নাই বলুক সে থাকে ঐ রুপনিহার ॥
নয়নে রুপ না দেখতে পায় নামমন্ত্র জপিলে কি হয় ।
নামের তুল্য নাম পাওয়া যায় রুপে তুল্য কার ॥
নিহারে গোলমাল হলে পড়বি মন কুজনার ভোলে ।
ধরবি কারে শুরু বলে তরঙ্গ মাঝার ॥
স্বরুপে রুপ রুপের ভেলা ত্রিজগতে করছে খেলা ।
লালন বলে ও মনভোলা কোলের ঘোর যায়না তোমার ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬০৩