গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন ডুবে আছে সেই রুপসাগরে
যেজন ডুবে আছে সেই রুপসাগরে ।
রুপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে ॥
রুপরসের রসিক যারা রসে ডুবে আছে তারা ।
হয়েছে সে জ্যান্তে মরা রাজবসন ছেড়ে ॥
রাজ্য বসন ত্যাজ্য করে ডোর কৌপনি অঙ্গে পরে ।
কাঠের মালা গলে নিয়ে করঙ্গ লয়েছে করে ॥
রুপনদীর ত্রিঘাটে যে বসেছে মওড়া এটে ।
সেই নদীতে জোয়ার এলে রসিক নেয় ধরে ॥
জোয়ার আসলে উঠে সোনা ধরে নেয় সেই রসিকজনা ।
কামনদীর ঘাটে লোনা লালন কয় সেই ঘাটে মানুষ মরে ॥

তথ্য