গীতিকার: লালন ফকির
শিরোনাম: যেজন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
যেজন গুরুর দ্বারে জাত বিকিয়েছে ।
তার কি আর জাতের ভয় আছে ॥
সূতার টানে পুতুল যেমন নেচে ফেরে সারা জনম ।
নাচায় বাঁচায় সেহি একজন গুরুনামে জগত জুড়েছে ॥
গুরুমাখা ত্রিজগতময় হাসিকান্না স্বর্গনরক হয় ।
উত্তম ম্লেচ্ছ কারে বলা যায় দেখো গভীরেতে বুঝে ॥
সকল পুণ্যের পূণ্যফল গুরু বিনে নাই সম্বল ।
লালন কয় তার জনম সফর যেজন গুরুধন পেয়েছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা